Step into an infinite world of stories
শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও ইচ্ছেশক্তির জোরে একজন মানুষ কি করতে পারে তার জ্বলন্ত উদাহরণ কাকাবাবু। দূর্ঘটনায় নিজের একটি পা হারিয়েও তিনি ছুটে যান নানান জায়গায়। সাধারণ নয়, সমাধান করেন জটিল সব রহস্যের। আর তাঁর সাথে থাকেন ভাইপো সন্তু।
কাকাবাবুর কাছে এসেছে আল মামেন নামে এক মিশরীয়। উদ্দেশ্য, একটি দুষ্প্রাপ্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আল মামেন সাধারণ ব্যবসায়ী নয়। সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি মোহম্মদের শিষ্য। কাকাবাবুকে দিল্লীতে নিয়ে গিয়ে মুফতি মোহম্মদের সঙ্গে সাক্ষাৎ করাবার ব্যবস্থা করল সে। কিন্তু কাকাবাবুকে কী যেন একটা সাংকেতিক লিপির ইঙ্গিত মারা গেল মুফতি মোহম্মদ। দুষ্প্রাপ্য সেই লিপির সাংকেতিক সূত্র ধরে কাকাবাবু আর সন্তু পৌঁছল মিশরে।
কী হল তারপর?
© 2022 Storyside IN (Audiobook): 9789355442611
Release date
Audiobook: 4 February 2022
English
India