Titli Nabanita Dev Sen
Step into an infinite world of stories
চুপচাপ প্রায় চেতনাহীন হয়ে শুয়ে আছে বাঁশরী । তিন দিন হয়ে গেলো কোমা অবস্থা কাটেনি , ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক।সুদূর ক্যালিফোর্নিয়ার এক অনাবাসী বাঙালি নারী বাঁশরী, হার না মানা এক মেয়ে যার নিজের কাছে জীবনটা খুব দামী, শুধু নিজের জন্য নয়, স্বামী ইন্দ্রর জন্য, মেয়ে রঙিন এর জন্য তার বেঁচে থাকা খুব জরুরি। জীবনকে কখনো আলগোছে নেয়নি বাঁশরী, আষ্টেপৃষ্টে জাপটে ধরে থেকেছে , অনেক বার কেঁপে কেঁপে উঠলেও ছেড়ে দেয়নি সে, সেই বাঁশরী আজ পা অবধি নাড়াচ্ছে না, রঙিন তার ঠাকুমার কাছে শুনেছে উই উইমেন নেভার গিভ আপ । উই উইমেন ক্যান ওয়র্ক ওয়ান্ডার্স ,সে বিশ্বাস তার মায়ের ওপরেও আছে,জীবন মৃত্যুর এই লড়াইএ বাঁশরী কি ফিরে আসতে পারবে?
© 2020 Storyside IN (Audiobook): 9789353818968
Release date
Audiobook: 25 April 2020
English
India