Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
একশাে কবিতার সংকলন হেঁড়া তন্তু ও হৃদকথন নামকরণেই বিষন্ন কোন নদী স্রোতের মৃদু শব্দ বহু বছর, প্রায় চল্লিশ বছরের কবিতা যাপন। আশৈশব লেগে থাকা কবিতায় জীবনের বাঁক বদলে কবিতাও বদলেছে বার বার। নিজস্ব সুর খুঁজে নিতে পেরেছেন কবি অনেকদিন আগেই। কবি মণিদীপার যাপনের বাঁক বদলে মিশেছে একটি করে কবিতাকথন। ধাপে ধাপে পাথর কেটে পাহাড়ী পথ। পেরােনাের কথা উঠে এসেছে বিভিন্ন প্রকাশনায় ভিন্ন ভিন্ন সংকলন। আনন্দ সিগনেট থেকে দেজ, পরম্পরা কৃত্তিবাস থেকে পাঠক, পত্রলেখা..বেশকিছু মনে রাখা কবিতা গ্রন্থের যাপিত সময় থেকে উঠে আসা এ সংকলনে কবিতার হৃদি ছুঁয়ে যাবে পাঠককে, এ নির্দ্বিধায় বলা যায়। সুর আর ছন্দের মিশেল আর গদ্য ভাবনার বিচ্ছুরণ কাব্য গ্রন্থের পৃষ্ঠা ছুঁয়ে আছে। যাপন কথার সঙ্গে জড়িয়ে আছে মানুষ, প্রকৃতির কাহিনী। ছােট ছােট দুঃখ ব্যথার নুড়ি পাথরের সঙ্গ লেগে আছে। ভালােবাসার তীব্র জলােচ্ছাস। আদ্যন্ত রােমান্টিকতা মােড় নিয়েছে বহু ধারায়। পৃথিবীর যাপিত সময়ের কলুষতা, টুকরাে জটিলতা, মুখ আর মুখােশের সংসার। কবিতার বিন্দু বিন্দু জলফেঁটায় লেগে আছে। আশাকরি মনস্ক কবিতা পাঠকের অন্তর একে ছুঁয়ে থাকবে। এ সংকলনের সার্থকতা এখানেই।
Release date
Ebook: 16 March 2021
English
India