Step into an infinite world of stories
Fiction
কাহিনীটি একটি মানুষের বেড়ে ওঠার গল্প । নায়ক প্রবুদ্ধর জন্ম বাঙ্গলা দেশের এক অভিজাত পরিবারে । দেশভাগ তখনো হয়নি। কিশোর বয়সে পিতৃপিতামহর জন্মভূমি,চলন বিলের কোল ঘেঁষা গ্রামটির সাথে তার প্রথম পরিচয়ের দিন থেকে যে ভালবাসা তার মনে সেই ছোট্ট গ্রামটির ওপর জন্ম নিয়েছিল তা অটুট ছিল চিরটা দিন। তাই রাজনীতির জটিল আবর্তে ,জীবনের মূল শিকড়টি হারিয়ে যাবার যন্ত্রণা তাকে দগ্ধ করেছে অহর্নিশ ।
জীবন রঙ্গভূমির গল্প বিধৃত হয়েছে এক বিস্তীর্ণ পটভুমিকায় ,যার এক প্রান্ত স্পর্শ করেছে বাঙ্গলাদেশের উত্তর ভাগে জলের বুকে ভেসে থাকা এক সামান্য গ্রামকে আর অপর দিকটি ডানা মেলেছে ব্যবসা বাণিজ্যের বিলাসবহুল রাজধানী লন্ডনের অমিতবিক্রমী প্রাণকেন্দ্রর বুকে । প্রবুদ্ধর` জন্ম জমিদার পরিবারে ,অর্থকৌলীন্যে যারা সমাজে একদিন অগ্রণী ছিল । কিশোর বয়স থেকেই সে স্বপ্ন দেখেছিল বিজ্ঞানী হবার , কিন্তু বহু বিঘ্নের অলঙ্ঘ্য বাধায় তার সে আশা পূর্ণ হয় নি ।জীবন তার জন্যে আসন বিছিয়েছিল অন্যঘাটে ।তাই,এ কাহিনী , বহু ঘাতপ্রতিঘাত পেরিয়ে আসা প্রবুদ্ধর বাণিজ্য জগতের বিচিত্র রঙ্গমঞ্চে , রাজা সাজার এক অবিশ্বাস্য কাহিনী । একটি বহুজাতিক সংস্থার প্রধান হয়ে সে জীবনে খ্যাতি , প্রতিপত্তি আর সামাজিক প্রতিষ্ঠা পেয়েছে ,অবিমিশ্র প্রশংসা কুড়িয়েছে বিদেশী আধিকারিকদের । কিন্তু পরিশেষে ঈর্ষা , ষড়যন্ত্র আর সরকারী অবিচারের শিকার হ’য়ে , বিদেশী বন্ধুদের শত অনুরোধ উপেক্ষা করে , সে অবসর পূর্তির আগেই , চাকরী জীবন থেকে বিদায় নিয়েছে ।কাহিনীর শেষ সেখানেই ।
প্রবুদ্ধর জীবনে নারী এসেছে , কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি । বিবাহ সূত্রে যে নারীকে সে ভার্যারূপে পেয়েছে, সেই,বাসন্তী, তাকে জীবনের সব ঝড় ঝঞ্ঝার মাঝে শক্তি জুগিয়েছে , শত বাধা বিপত্তি অতিক্রম করার সাহস দিয়েছে । তাই তার প্রতি প্রবুদ্ধর ভালোবাসা অন্তহীন। পিতা, মাতা নিষ্ঠুর ব্যবহারে , তাদের পীড়িত করেছে, সন্তানেরা অগ্রাহ্য করেছে, দগ্ধ করেছে অজস্র অপমানে, তবু তারা দুজন পরশপাথর খোঁজার মতো সুখের সন্ধান করেছে সারাটা জীবন ধরে। চাওয়া পাওয়ার নিরন্তর সংঘাতে, সুখ যদি শেষ পর্যন্ত কারো কাছে অধরাই থেকে যায়, তবে সেটি তার ললাটলিপি , এই সহজ কথাটি মিথ্যা হবার নয় ।মানুষের জন্মলগ্নে ভাগ্য তার জন্যে ভালো বা মন্দ যে পথেরই নির্দেশ দিক না কেন ,তাকে এড়িয়ে যাবার সাধ্য যে তার নেই সেটি মেনে নেওয়াই ভাল । এ কথাটি রবীন্দ্রনাথও বলেছেন তাঁর অসামান্য কবিতা ‘বোঝাপড়ায়’। নানা ঘটনায় সাজানো ‘জীবন রঙ্গভূমি’র প্রতিপাদ্য বিষয়ও এইটুকুই ।
Release date
Ebook: 31 December 2020
English
India