Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
স্বপ্ন যেখানে সম্ভাবনা থেকে জন্ম নেয় সেখানেই কি হলুদ ফুলের গান শােনা যায় দিগন্ত জুড়ে? অবর্ণনীয় হিংসা, বিদ্বেষ আর মিথ্যের এই পৃথিবীতে ভালােবাসা জেগে থাকে ঘটের গায়ে সিঁদুর চিহ্নের মতাে। সেই ঘটের ভিতরের চাল অন্ন হয়ে ওঠে কার অপেক্ষায়? অক্সিজেনহীন চড়াই উৎরাই-এ সবচেয়ে বড় ভরসার গায়েও লাগাতে চায় সংশয়। কিন্তু সেই সংশয় পেরিয়ে রিমি মুৎসুদ্দির নতুন কাব্যগ্রন্থ। মালিনীর দ্রোহকাল-এ পাশাপাশি জেগে থাকে রােহিণী আর মৃগশিরা নক্ষত্র। একই বাঁশি সুর লাগায় কীর্তন আর গজলে। আর একটাই কণ্ঠস্বর বারবার শােনার প্রত্যাশায় অহংকারী ক্লিওপেট্রা কখন যেন হয়ে যায় সমর্পিতা রাধা। মালিনীর দ্রোহকাল এই সময়ের সেই অনিবার্য উচ্চারণ যেখানে একাকার হয়ে যায় ভ্রমর আর ভ্রমণ।
Release date
Ebook: 16 March 2021
English
India