Step into an infinite world of stories
অন্ধকারের প্রতিবিম্ব' নামটায় বাজারি চমক নেই। প্রচ্ছদেও নেই খুনের রক্তাক্ত চিত্রাঙ্কন। তবু এই এ্যাডাল্ট সাইকো থ্রিলারের প্রথম থেকেই একটা সিরিয়াল কিলিংয়ের গল্প বয়ে চলেছে। মৌনাক আসলে তান্ত্রিক মতে যৌনাচারে বিশ্বাসী। এক এক করে নারীসঙ্গের সব আয়োজন উপভোগ করে। আবার তাদেরই ব্রাত্য করে দূরে ঠেলে দেয়। ওদিকে এক একটা সমুদ্র সৈকতে অদ্ভুত ভাবে খুন হতে থাকে তন্বী সুন্দরীরা। কিন্তু কেন? এখানেই লেখকের কলমে একটা অন্য রূপ ফুটে উঠেছে। আর সব থ্রিলার যেখানে সাহিত্য, সমাজ, মনন ভাবনার গভীর বোধকে দূরে সরিয়ে ভায়লেন্সকে আশ্রয় দেয় সেখানে এই উপন্যাসে একটা অন্ধকারময় জীবনের ভয়াবহরূপ, তা অতি ঘৃণ্য হলেও ফুটিয়ে তুলেছেন পরম লালিত্যে। বাস্তব এখানে যেন সিনেমার মতো পাঠককে থ্রিডি দৃশ্যপটে সেই নোংরা জগতে নিয়ে গিয়ে ফেলে। চিনিয়ে দেয় নিজেদের না বলা সত্তার এক অন্য প্রতিবিম্ব। রহস্যের সলতে তাই গোয়েন্দা সঞ্জয়ের হাতে ততটা প্রকট নয় এই গল্পে, যতটা না মনজগতের এক লুকিয়ে থাকা রোগের লক্ষণ, যন্ত্রণা, অনুভূতি ফুটে উঠেছে। রহস্য ছাড়িয়ে এ কাহিনি মনের গভীরে ঝড় তোলে খতরনাক ক্রাইমের মনন অনুসন্ধানে! শুভেন্দু পালিতের প্রচ্ছদেও সেই ছোঁয়াচ লক্ষণীয়।
Release date
Ebook: 16 March 2021
English
India