Step into an infinite world of stories
Fiction
যক্ষ হঠাৎ তাকে দেখা দিয়ে কি বলতে চায়? তাকে ধনরত্ন। দেবে? হাসি পায় মঙ্গলার, সে ধনরত্ন নিয়ে কি করবে? কার জন্যে তার দরকার যক্ষের ধন? না কি, তার ঘাড় মটকে যক্ষী। করে রাখতে চায়? যদি তাই হবে তবে কবে ঘাড় মটকে দিত যক্ষ! রাতের বেলা পুকুরের ধারে একটেরা এই ঘরটাতে চিৎকার করলে দৌড়ে ছুটে আসতেও বেশ সময় লাগবে সকলের। যেখানে যক্ষ ঘাটের ধারে দাঁড়িয়ে কি দেখে চলে, তার দিকে তাকিয়ে থাকে কেন? কেন সে চুলের মধ্যে চাঁপা ফুল ফেলে, কেনই বা তার ঘর ভরে ওঠে চাঁপার সুগন্ধবাহী বাতাসে ! কেন? যক্ষ যদি ঘাড় মটকায়। তাতেই বা কী ক্ষতি! চাঁপা ফুল ফেললেও তার কী যায় আসে! জীবনে কোনাে আশাই তার অবশিষ্ট নেই। ভয় পায় না মঙ্গলা, যদিও মনের এক কোন সজাগ থাকে,অন্য কোন পুরুষ নয় তাে? ভিন গাঁয়ের কেউ?
Release date
Ebook: 16 March 2021
English
India